A brief introduction of GB Chairman
Brigadier General
Khandaker Farid Hasan,
BGBM, PBGM (Bar), NDC

A brief introduction of GB Chairman
Brigadier General
Khandaker Farid Hasan,
BGBM, PBGM (Bar), NDC
অতিরিক্ত মহাপরিচালক এর পরিচিতি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক
.....
.....
..... তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন এবং ২৮ ফেব্রুয়ারী, ২০২১ তারিখে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি ১৯৮৮ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি ১টি পদাতিক ব্যাটালিয়ন, ১টি বিজিবি ব্যাটালিয়ন, ১টি র্যাব ব্যাটালিয়ন, বিজিবি’র ২টি সেক্টর, বিজিবি’র ২টি রিজিয়ন কমান্ড করেন। এছাড়া তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের এ্যাডজুটেন্ট ও একটি শাখার অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি সেনাসদর গোয়েন্দা পরিদপ্তরে জিএসও-০২ ও জিএসও-০১ এর দায়িত্ব পালন করেন। তিনি বিজিবি সদর দপ্তরে উপ-মহাপরিচালক (অপারেশন ও ট্রেনিং) এবং অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে (স্লোভাকিয়া, ইউএসএ) বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সমাপ্ত করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি অব ইউএসএ’র অধিনস্ত ‘কলেজ অব ইন্টারন্যাশনাল সিকিউরিটি্ এ্যাফেয়ার্স’ হতে এমএ অন স্ট্রাটেজিক সিকিউরিটি স্টাডিজ ডিগ্রি অ্জন করেন এবং ইন্টারন্যাশনাল কাউন্টার টেরিজম ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি ১৯৯৪-১৯৯৫ সালে বসনিয়া হার্জেগোভিনাতে (UNPROFOR) শান্তিরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে এনডিসি কোর্স ২০১৭ সম্পন্ন করেন। তিনি বিইউপি হতে মাস্টার অন সিকিউরিটিজ এন্ড ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পূর্বে তিনি রিজিয়ন কমান্ডার হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এ কর্মরত ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।