About Us

About Vasha Shaheed Abdul Jabber Ansar VDP School & College

“ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ” গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ছায়াঘেরা সুনিবিড় মনোরম পরিবেশে ১৯৮৫ সালে বাংলাদেশ আনসার ও ভিডিপি সংস্থা কর্তৃক প্রথম ও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিল আনসার ভিডিপি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (অব:) মেজর জেনারেল ওয়জিউল্লাহ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একাডেমিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিকস্তরে উন্নীত হয় এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বার এর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য, বাংলাদেশে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ কোন ভাষা শহীদের নামে প্রতিষ্ঠিত একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। ভাষা শহীদের নামে অদ্যাবধি আর কোন পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয়টি নেই বলে আমরা দাবী করছি এবং এ নিয়ে আমরা গর্ব অনুভব করি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২০৮৫ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ ০১ জন, সহকারী প্রধান শিক্ষক ০১ জন, সহকারী অধ্যাপক ০৭

জন, প্রভাষক ১০ জন, প্রদর্শক ০৩ জন, সহকারী শিক্ষক ১৮ জন, জুনিয়র শিক্ষক ১৬ জন ও সঙ্গীত প্রশিক্ষক ০১ জনসহ শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৬৯ জন। বিশ্ব মানবতার উন্নতি সাধনকল্পে এবং দেশমাতৃকার এ বিশাল জনসংখ্যাকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু পাঠদান কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপশি সহশিক্ষামূলক বিষয়ের (ক্রীড়া-শিল্প-সাহিত্য-সংস্কৃতির)রুটিন মাফিক নিয়মিত অনুশীলন করানো হয়। প্রতিবছরই আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন, সাহিত্য, বিতর্ক, আবৃত্তি, অভিনয়, বক্তৃতা, বিজ্ঞান বিষয়ক, সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষাসপ্তাহ ও ক্রীড়াসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতীত্বের স্বাক্ষর স্বরূপ স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হয়। এছাড়াও প্রতিষ্ঠানে মাধ্যমিক শাখার গার্লস গাইড ও বয়েজ স্কাউট এবং কলেজ শাখার ছাত্রদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করপস (বিএনসিসি) এর সেনা ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়। বিএনসিসির ক্যাডেটরা জাতীয় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যৌথ বাহিনীর সাথে অংশগ্রহণ করে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী সামাজিক দায়বোধ এবং প্রগাঢ় দেশপ্রেম থেকেই রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে সুনাম ও সম্মান বয়ে আনে। সরকার নির্ধারিত ও বিভাগীয় কর্তৃবৃন্দের নির্দেশিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়।
ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ জ্ঞানের যে দীপশিখা প্রজ্জ্বলিত করেছে তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আলোকিত হোক সমাজ। বিশ্বায়নের এ সন্ধিক্ষণে গড়ে উঠুক সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক। স্রষ্টার এ সুবিশাল কর্মযজ্ঞে আমাদের প্রয়াশ হয়তো নগন্য তবু একদিন বিন্দুর মাঝেই খুঁজে পাব সিন্ধুর ঠিকানা- এটাই প্রতিষ্ঠানের লক্ষ্য ও প্রত্যাশা।