Vasha Shaheed Abdul Jabber Ansar VDP School and College Home

About Us

“ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ” গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ছায়াঘেরা সুনিবিড় মনোরম পরিবেশে ১৯৮৫ সালে বাংলাদেশ আনসার ও ভিডিপি সংস্থা কর্তৃক প্রথম ও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিল আনসার ভিডিপি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (অব:) মেজর জেনারেল ওয়জিউল্লাহ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একাডেমিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে ২০০৮ সালে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিকস্তরে উন্নীত হয় এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বার এর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ।

উল্লেখ্য, বাংলাদেশে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ কোন ভাষা শহীদের নামে প্রতিষ্ঠিত একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। ভাষা শহীদের নামে অদ্যাবধি আর কোন পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয়টি নেই বলে আমরা দাবী করছি এবং এ নিয়ে আমরা গর্ব অনুভব করি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২০৮৫ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ ০১ জন, সহকারী প্রধান শিক্ষক ০১ জন, সহকারী অধ্যাপক ০৭ জন, প্রভাষক ১০ জন, প্রদর্শক ০৩ জন, সহকারী শিক্ষক ১৮ জন, জুনিয়র শিক্ষক ১৬ জন ও সঙ্গীত প্রশিক্ষক ০১ জনসহ শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৬৯ জন। বিশ্ব মানবতার উন্নতি সাধনকল্পে এবং দেশমাতৃকার এ বিশাল জনসংখ্যাকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু পাঠদান কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ জ্ঞানের যে দীপশিখা প্রজ্জ্বলিত করেছে তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আলোকিত হোক সমাজ। বিশ্বায়নের এ সন্ধিক্ষণে গড়ে উঠুক সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক। স্রষ্টার এ সুবিশাল কর্মযজ্ঞে আমাদের প্রয়াশ হয়তো নগন্য তবু একদিন বিন্দুর মাঝেই খুঁজে পাব সিন্ধুর ঠিকানা- এটাই প্রতিষ্ঠানের লক্ষ্য ও প্রত্যাশা।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপশি সহশিক্ষামূলক বিষয়ের (ক্রীড়া-শিল্প-সাহিত্য-সংস্কৃতির)রুটিন মাফিক নিয়মিত অনুশীলন করানো হয়। প্রতিবছরই আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন, সাহিত্য, বিতর্ক, আবৃত্তি, অভিনয়, বক্তৃতা, বিজ্ঞান বিষয়ক, সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষাসপ্তাহ ও ক্রীড়াসহ বিভিন্নসাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতীত্বের স্বাক্ষর স্বরূপ স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হয়। এছাড়াও প্রতিষ্ঠানে মাধ্যমিক শাখার গার্লস গাইড ও বয়েজ স্কাউট এবং কলেজ শাখার ছাত্রদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করপস (বিএনসিসি) এর সেনা ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়। বিএনসিসির ক্যাডেটরা জাতীয় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যৌথ বাহিনীর সাথে অংশগ্রহণ করে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী সামাজিক দায়বোধ এবং প্রগাঢ় দেশপ্রেম থেকেই রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে সুনাম ও সম্মান বয়ে আনে। সরকার নির্ধারিত ও বিভাগীয় কর্তৃবৃন্দের নির্দেশিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়।

26 March Nawab Siraj-Ud-Dowla Government College
Committed to building skilled, competent, and good citizens in Bangladesh of future

Notice Board



SL NO.

Topics

Date

Action

1 শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিঃ 23, NOV Sunday 25 Download
2 অক্টোবর ২০২৫ খ্রি. প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রার্থীরা যেভাবে আবেদন করবেন: 04, NOV Tuesday 25 Download
3 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি - অক্টোবর ২০২৫ খ্রি: 02, NOV Sunday 25 Download
4 প্রাক নির্বাচনি পরীক্ষা ২০২৫ এর সিলেবাস (বাংলা ২য় পত্র) 21, SEP Sunday 25 Download
5 দ্বাদশ শ্রেণির টিউটোরিয়াল পরীক্ষার সময়সূচি 21, AUG Thursday 25 Download
6 ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষার সময়সূচি 25, JUN Wednesday 25 Download
7 এইচ এস সি 2025 পরীক্ষার্থীদের দ্বিতীয় মডেল টেস্ট ও একাদশ শ্রেণির দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সময়সূচি 08, MAY Thursday 25 Download

Upcoming Events

Some Facts

  • 50% Tuition-free study facility for scholarship recepints at High school and College level
  • Opportunities to study in Science, Humanities and Business Studies groups at secondary and higher secondary levels.
  • Science Club, Debate Club, BNCC, Scouts and many other co-curricular activities are enhancing the innovative skills of our students, enabling them to face future challenges.
  • Teaching in multimedia classrooms, own computer labs and science lab facilities are playing a helpful role in enhancing the skills of students..

A Message from Our Principal:

Celebrating Success Stories

AFZAL HOSSAIN, BVMS, PVMS

Principal (Additional Charge)

গাজীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ” বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতিবছর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, খেলাধুলা-সাংস্কৃতিক প্রতিযোগিতায় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রতিষ্ঠানকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে । নিজস্ব স্থায়ী ক্যাম্পাস, সুবিশাল খেলার মাঠ, নিয়মিত সাংস্কৃতিক চর্চা, মাল্টিমিডিয়া পদ্ধতিতে শ্রেণি কা্র্যক্রম যুগোপযোগী শিক্ষা কারিকুলাম, সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে শ্রেণিকক্ষে অংশগ্রহণমূলক পাঠদান, ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন, নিজস্ব ওয়েবসাইটে অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রকাশসহ কঠোর মনিটরিং ব্যবস্থা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং জ্ঞানার্জনে উৎসাহিত করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে অনেক আগেই প্রতিষ্ঠানটি নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করেছে। বর্তমানে ওয়েবসাইটটির রি-ডিজাইন ও আধুনিকায়ন করণ এবং ‘এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার’ সংযোজনের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল। অবাধ তথ্য প্রবাহের এই যুগে আমাদের উদ্যোগটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি মিলন সেতু গড়ে তুলবে যা শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

সর্বোপরি ওয়েবসাইট এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ারটি সফলভাবে সম্পন্ন করার জন্য এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ , সকল সহকর্মী এবং এর নির্মাণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

আফজাল হোসেন (বিভিএমএস, পিভিএমএস)
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ।
এবং
পরিচালক (ওয়াপনস ট্রেইনিং)
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর।

Our Campus Our Culture

Find Us

Follow Us